জুলাই গণহত্যার মামলায় ৩ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি

0

জুলাই আগস্টের গণহত্যার মামলায় ৩ পুলিশ সদস্য আরশাদ হোসেন, ইমাজ হোসেন ও চঞ্চল কুমার সরকারকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (রোববার, ১৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশ ঝুল থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এস আই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে।

এএম