বিশ্ব রেকর্ড করেই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

0

হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আইসিসির যেকোনো টুর্নামেন্টেই সর্বোচ্চ রান তাড়ার বিশ্ব রেকর্ড হয়েছে আজ (শনিবার, ২২ ফেব্রুয়ারি)।

আগের ইনিংসেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছিলেন বেন ডাকেট। ১৪৩ বলে করেন ১৬৫ রান। ইংল্যান্ডও টুর্নামেন্টটির ইতিহাসে ৩৫১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায়।

জস ইংলিশের অপরাজিত ১২০ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে ৪৭ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। নিজের অভিষেক ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে শেষ পর্যন্ত ৮৬ বলে ১২০ রানে টিকে থাকলেন জশ ইংলিস।

শুরুতে ট্রাভিস হেড আর স্টিভ স্মিথের উইকেট হারালেও ম্যাচ থেকে নিজেদের ছিটকে যেতে দেয়নি অজি ব্যাটাররা। ম্যাথু শর্ট আর মার্নাস ল্যাবুশেনরা ভিত গড়ে দিয়েছিলেন, অ্যালেক্স ক্যারি ৬৩ বলে খেলেন ৬৯ রানের দারুণ এক ইনিংস।

শেষদিকে স্নায়ুচাপ ধরে রেখে জস ইংলিশের ব্যাটে দারুণ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এসএস