২৫ ফেব্রুয়ারি স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমীর

দেশে এখন
রাজনীতি
0

আগামী ২৫ ফেব্রুয়ারি স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিলেন জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি না দিলে এই সিদ্ধান্তের কথা জানান দলটির আমীর।

আজ (বৃহস্পতিবার, ২১০ ফেব্রুয়ারি) বিকেলে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে তিনি জানান, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দি রয়েছেন।

জামায়াতের ইসলামীর আমীরের ভেরিফাইড ফেসবুক পেইজের স্ট্যাটাস। ছবি: সংগৃহীত

জাতীয় নেতারা মুক্তি পাচ্ছে এমন দাবি করে তিনি বলেন, 'আজাহারুল ইসলামকে কারাগারে রেখে জামায়াত নেতাদের বাইরে থাকা সম্ভব নয়।'

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন দলটির আমীর।

ইএ