মেসির একমাত্র গোলে স্পোর্টিং কেসিকে হারালো ইন্টার মায়ামি

0

প্রথম লেগে মেসির একমাত্র গোলে স্পোর্টিং কেসিকে হারিয়েছে ইন্টার মায়ামি।

চিলড্রেন মার্সি পার্কে খেলার শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে মায়ামি। গোলমুখে বেশ কয়েকটি শট নিলেও লক্ষ্যে ছিল না একটিও।

গোল শুন্য থেকে প্রথমার্ধ্য শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ভলিতে রিসিভ করে ২ ডিফেন্ডারকে পরাস্ত করে একক নৈপুন্যে দারুন এক গোল করেন মেসি।

পুরো ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রাখলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি কেউই। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির মায়ামি।

এএম