‘একটি মহল ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা করছে’

0

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, একটি মহল ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য নবায়ন ও গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বৈষম্যবিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নির্দেশে ছাত্রদলের ওপর হামলা করা হয়েছে। দেশে আর কোনো মব কালচার চলবে না। এছাড়া ছাত্রদল হচ্ছে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা।’

তিনি বলেন, ‘একটা গোষ্ঠী গুপ্ত সংগঠনের ওপর ভর করে ছাত্রদলকে হুমকি দিচ্ছে। যারাই ঐক্য বিনষ্ট করবে তারাই ফ্যাসিবাদের পুনর্বাসন করবে এবং বৃহৎ ঐক্য বজায় রাখবে ছাত্রদল।’

এদিকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘সরকারে লুকিয়ে হাসিনার দোসররা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আর বৈষম্যহীনতার আবডালে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। এছাড়া গুপ্ত সংগঠন ছাত্রদলের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত এবং মব সৃষ্টি করে সামাজিক কর্মকাণ্ডকে ব্যাহত করা হচ্ছে। ফ্যাসিবাদ রং বদলে বৈষম্য ও নিষিদ্ধ সংগঠনের প্রশ্রয়ে ষড়যন্ত্র শুরু করেছে।’

এএম