নিহত ব্যক্তি মো. বারিকুল উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, 'হস্তান্তরের সময় নিহত বারিকুলের বাবা-মা, এক ভাই ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বিএসএফ-বিজিবি ও দুই দেশের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরদেহটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে।'
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ বিষয়টি নিশিত করেছেন। তিনি জানান, কীভাবে বারিকুল নিহত হয়েছেন তা জানা নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায়। বিএসএফ আজকে মরদেহ ফেরত দিয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ বাংলাদেশের অভ্যন্তরে ওই কৃষককে পিটিয়ে হত্যা করে মরদেহ নিয়ে যায় বিএসএফ।