রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এভাবেই রাতের বেলা প্রকাশ্যে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বখাটেরা। এই নৃশংস দৃশ্য ধরা পড়ে উপস্থিত জনতার মুঠোফোনে। যা ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনাটি সোমবার রাত ১০টার দিকে। কয়েকজন বখাটে তরুণ, বেপরোয়াভাবে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশায় ধাক্কা দেয়।
এসময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া দম্পতি মেহেবুল হাসান ও নাসিমা ইফতির সঙ্গে হর্ন বাজানো নিয়ে তর্কাতর্কি হয়, এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের।
পরে উপস্থিত জনতা কিশোর গ্যাংয়ের এই দুই সদস্য রবি ও মোবারককে গণপিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করে।
উত্তরা থানা পুলিশ জানায়, ঘটনার শুরুতে তিনজন থাকলেও পরে বাকি সহযোগীদের খবর দিলে মূলত তারাই ধারালো অস্ত্র নিয়ে আসে। ঘটনায় জড়িত ২জনকে আটক করেছে পুলিশ। বাকি ৩জনকে আটকে চলছে অভিযান। আহত দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।