‘পিলখানা হত্যা কোনো বিদ্রোহ না, ছিল হত্যাকাণ্ড’

অপরাধ ও আদালত
0

পিলখানা হত্যা কোনো বিদ্রোহ ছিল না, ছিল হত্যাকাণ্ড। বাংলাদেশে আধিপত্য বিস্তার, ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে গত ১৫ বছর ধরে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে আওয়ামী লীগ। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল বলা যাবে না। তবে বিচারিক কার্যক্রমে মাস্টারমাইন্ডদের বাদ দেয়া হয়েছিল। তাদেরও বিচারের আওতায় আনা হবে।’

তিনি আরো বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডে বিএনপি নেতা পিন্টু ও বিএনপিকে জড়ানো ছিল রাজনৈতিক ষড়যন্ত্র।’

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় পিলখানায় তৎকালীন বিডিআর দরবার হলে শুরু হয় দরবার। বিডিআর মহাপরিচালকের বক্তব্যের একপর্যায়ে বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায়। সেদিনের ওই হামলায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন।

ইএ