বসন্তে সুনামগঞ্জের শিমুল বাগানে ভিড়, কোটি টাকা বাণিজ্যের আশা

0

বসন্তের আবাহনে লাল রঙে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। যাদুকরাটা নদীর ধারে এই বাগানের সৌন্দর্য কার না নজর কাড়ে। ঋতুচক্রের এই সময় আরও ভিড় বাড়ে দর্শনার্থীদের। অনেকের কর্মসংস্থানে চাঙা হয়ে ওঠে জনপদের অর্থনীতি।

ঋতুর পালা বদলে প্রকৃতিও সাজে নানা রূপে। বসন্ত বিলাসে হেসে ওঠে জানা-অজানা বাহারি ফুল। গাছে গাছে গেয়ে ওঠে পাক-পাখালী। অপরূপ সৌন্দর্যে ছড়ায় মুগ্ধতা।

এমনই এক সৌন্দর্যের অন্যান্য স্থান সুনামগঞ্জের শিমুল বাগান। ফাগুনের আগুনে মন রাঙিয়ে সেজেছে উত্তর জনপদের সীমান্ত এলাকার এই ফুল কেন্দ্রটি। পহেলা ফাগুনকে কেন্দ্র করে আগে পরে ছুটে আসেন নানা বয়সী মানুষ।

তাহিরপুরের মানিগাঁও গ্রামে ১০০ বিঘারও বেশি জায়গা জুড়ে শিমুল বাগান। শোভা পাচ্ছে ৩ হাজারেরও বেশি শিমুল গাছ। ফুল নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন অনেকে। বাগান ঘিরে চাঙা উত্তর জনপদের অর্থনীতি।

জেলা প্রশাসক জানান, দর্শনার্থীদের হয়রানি রোধে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে উনাদের জানিয়েছি যাতে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন হয়।’

দর্শনার্থীদের কাছে জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠেছে এই শিমুল বাগানটি। চলতি বছর প্রায় কোটি টাকার বাণিজ্যের আশা বাগান মালিকের।

এএম

BREAKING
NEWS
1