বসন্তের আবাহনে লাল রঙে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। যাদুকরাটা নদীর ধারে এই বাগানের সৌন্দর্য কার না নজর কাড়ে। ঋতুচক্রের এই সময় আরও ভিড় বাড়ে দর্শনার্থীদের। অনেকের কর্মসংস্থানে চাঙা হয়ে ওঠে জনপদের অর্থনীতি।