প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন: ছবিতে দেখুন

.
দেশে এখন
0

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গোপন বন্দিশালা ও টর্চার সেল পরিদর্শন করেছেন, যেটি আয়নাঘর নামে পরিচিতি। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগী পরিবার এবং তাদের সদস্যরা।

এর আগে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আয়নাঘরের একটি কক্ষে দেখা যায় এ চেয়ারটি। ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ওই টর্চার-চেয়ারটি দেখানো হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।

আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে নির্যাতনের সরঞ্জাম দেখাচ্ছেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বন্দিশালা পরিদর্শনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান উপদেষ্টাকে বন্দিদের নির্যাতনের উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দেখাচ্ছেন।

গণঅভ্যুত্থানের সময় আয়নাঘরের এ কক্ষে রাখা হয়েছিল উপদেষ্টা আসিফকে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। দেয়ালের ওপরের অংশের খোপগুলোয় এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুক্তভোগী স্বজন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পতিত শেখ হাসিনার আমলে ব্যবহৃত আয়নাঘরে একটি কক্ষ দেখছেন প্রধান উপদেষ্টা ও বন্দি-নির্যাতনের শিকারদের স্বজনরা। সেলটির বিষয়ে বর্ণনা দেয়া হচ্ছে।

মীর আহমদ বিন কাসেম আরমান। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং


ব্যারিস্টার এবং মানবাধিকার কর্মী মীর আহমদ বিন কাসেম আরমানকে যে কক্ষে রাখা হয়েছিল সে কক্ষ পরিদর্শন করা হয়। নিজের ব্যবহৃত কক্ষে দাঁড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ছবি ও ভিডিওতে অংশ নেন তিনি।

যে কক্ষে রাখা হয় উপদেষ্টা নাহিদকে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলামকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিহ্নিত করেন নাহিদ। এই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়।

খাঁচাবন্দি আয়নাঘর দেখছেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আয়নাঘরের বিভিন্ন ধরনের মধ্যে একটি খাঁচাবন্দি ঘর। সে ঘরটিই ঘুরে দেখছেন প্রধান উপদেষ্টা।

সেল জীবনের বর্ণনা দিচ্ছেন আবদুল্লাহিল আমান আযমী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দীর্ঘ আট বছর গুম থাকার বর্ণনা দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

এসএস