গতকাল (সোমবার, ৪ ফেব্রুয়ারি) শুরু হওয়ার জেনেভা বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬-২৭ সালের কর্মপরিকল্পনা এবং কাজের জন্য তহবিল বরাদ্দ নিয়ে আলোচনা হবে। বৈঠক চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্বাহী পর্ষদের বার্ষিক বৈঠকের প্রথম দিনই ৫৩০ কোটি ডলারের বাজেট ৪৯০ কোটি ডলারে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয়। শুরুতে এ বাজেটের আকার ছিল ৭৫০ কোটি ডলার, যা কমানো হয়েছে আগেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামগ্রিক তহবিলের প্রায় ১৮ শতাংশ যুক্তরাষ্ট্রের অনুদান। দু'সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় এক বছর।