ঢাবি-৭ কলেজের সংঘর্ষে যেসব পুলিশ হামলা করেছে তাদেরকে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি

0

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যে সংঘর্ষ চলাকালে যেসব পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদেরকে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন হামলায় আহত ও কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মাদ রাকিব।

আজ (বুধবার, ২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোহাম্মাদ রাকিব বলেন, 'শুধু হামলাকারীই নয় যারা নির্দেশ দিয়েছে তাদেরকেও প্রত্যাহার করতে হবে। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদেরও পদত্যাগ করতে হবে।'

এসময় তিনি বলেন, 'যেসকল শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম চলমান তাদের কোনো প্রকার সমস্যা যেনো না হয় এ বিষয় ইউজিসি ও সরকারকে নিশ্চিত করতে হবে।'

এছাড়া ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অবকাঠামো রূপরেখার বন্দোবস্ত করারও দাবি জানান আহত রাকিব।

এসএস

BREAKING
NEWS
4