নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত আল হিলালের

.
এখন মাঠে
0

নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

সৌদি ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমাচ্ছেন নেইমার, এই খবর মোটামুটি নিশ্চিত। তবে অপেক্ষা ছিল, আল-হিলাল কখন ছাড়ে তাকে। 

আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে দূর করে সব অনিশ্চয়তা। 

মোটা অঙ্কের বেতন ছাড়ে বার্সায় ফিরতে চেয়েছিলেন নেইমার, তবে কাতালান ক্লাবটি তার প্রতি আগ্রহ দেখায়নি। 

২০১৭ সালের গ্রীষ্মে পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা। 

যা ফুটবলবিশ্বের অন্যতম বড় চুক্তি। পরে ফ্রান্স ছেড়ে তিনি যোগ দেন আল-হিলালে। 

সেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। ক্লাবটির জার্সিতে খেলতে পারেন সবমিলিয়ে ৭ ম্যাচ। 

মাত্র একবার জালে বল জড়াতে পেরেছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

ইএ