অনেকেই প্রাণ বাঁচাতে মধ্যরাতে রিসোর্টের জানালা দিয়ে লাফ দিয়ে আহত হয়েছেন। এই হোটেলে মোট ২৩৮ জন অতিথি ছিলেন। আগুন নেভাতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগায় বেড়েছে হতাহতের সংখ্যা।
হোটেল মালিকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের ছেড়ে দেয়া হবে না।
আজ (বুধবার, ২২ জানুয়ারি) দেশে জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। হোটেলটি ইস্তানবুলের পূর্বে বলু প্রদেশের কোরোগলু পর্বতমালার কাছে অবস্থিত।