প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বাণিজ্যিক ড্রোন সরবরাহ বন্ধ করেছে অ্যামাজন

গত ডিসেম্বরে পরীক্ষামূলক উড্ডয়নের সময় নতুন দুটি এমকে৩০ মডেলের ড্রোন বিধ্বস্ত হওয়ার পর টেক্সাস ও অ্যারিজোনায় বাণিজ্যিক ড্রোন সরবরাহ বন্ধ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। সেসময় ড্রোন দুটি বিধ্বস্ত হবার পর তাতে আগুন ধরে যায়।

অ্যামাজন জানায়, বৃষ্টির মধ্যে পরীক্ষামূলক উড্ডয়ন সময় সফ্টওয়্যারজনিত ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয়েছে। বর্তমানে এমকে৩০ ড্রোনটির সফটওয়্যার আপডেটের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

অ্যামাজন জানায়, আপডেটের কাজ শেষ হলে পুনরায় বাণিজ্যিকভাবে ড্রোন সরবরাহ শুরু হবে। তবে এর আগে অ্যামাজনকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন নিতে হবে। —ব্লুমবার্গ

এএম