২০২৫ এর জুলাই আগস্টের মধ্যে বিএনপি নির্বাচন চায় এমন আলাপ রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে সপ্তাহখানেক ধরে। এবার সে উত্তাপে আরো রসদ যোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মাস নয় এবার নির্দিষ্ট করে বললেন তারিখ। চলতি বছরের ৫ই আগস্ট নির্বাচনের আহ্বান বিএনপির।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিনের আলোচনা সভায় তিনি এ কথা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ঐতিহাসিক এ গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য ৫ই আগস্ট আপনারা নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে।’
রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের জীবন আদর্শ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দ্রুত নির্বাচন দাবি করেন। এসময় পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রতি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দীন আহমেদ বলেন, ‘একটি ইন্টেরিম সরকার এসেছেন। আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন। কিন্তু দেখা গেল তারা একটা কিংস পার্টি করার উদ্যোগ নিয়েছেন। ২১ বছরের ছেলে কীভাবে রাষ্ট্রপতি হবে? ২১ বছর বয়সে কীভাবে প্রধানমন্ত্রী হবে? জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য বয়স কমিয়ে দেয়া হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সততার কোনো বিকল্প নাই। বিএনপিতে সব কিছু আছে। যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আমরা আগামীদিনের পথ চলতে পারি বিএনপিকে রুখে দেয়ার শক্তি বাংলাদেশে কারো নাই।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্তের বৈধতা পাওয়া যায় না।
তিনি বলেন, ‘একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না যারা বিশেষ বিশেষ বড় সিদ্ধান্ত নিতে পারে। এবং সংবিধান যদি সংশোধন করতে হয় সেটার জন্য আপনার পার্লামেন্ট লাগবে।’
শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করেন, ৫ আগস্টের পর অনেকে অনুপ্রবেশ করেছে দলে। তাদের প্রতিহত করে সতর্ক অনুরোধ জানান নেতাকর্মীদের প্রতি।
তারেক রহমান বলেন, ‘আমরা কি মোটরসাইকেল বহরে যারা ছিল তাদের সুবিধা দেয়ার জন্য এ অত্যাচার, নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়। সহকর্মীবৃন্দ, মানুষ হিসেবে আমরা বিভ্রান্ত হতেই পারি। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো দয়া করে আপনারা ওই মোটরসাইকেলওয়ালাদের ভিড় করতে দেবেন না।’
বলেন, একমাত্র জনগণের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে। তাতে সব স্তরে ভোটের অধিকার জারি রাখতে হবে।
এসময় পতিত স্বৈরশাসকের কথা মাথায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।