দেশে এখন
0

শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

গেল ১৫ বছরে কর্তৃত্ববাদী শেখ হাসিনা প্রশাসনের গুম থেকে বাদ যায়নি ছয় বছরের শিশুও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছ থেকে গোপন বন্দীশালার ভয়ানক বর্ণনা শুনে শিগগিরই 'আয়নাঘর' পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এসময় তদন্তে যে নৃশংস ঘটনা উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো বলেও মন্তব্য করেছেন ড. ইউনুস। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা।

স্বজনদের এ কান্না গুম হওয়া আপনজনকে ফিরে পাবার। গত দেড় দশকে এমন অসংখ্য স্বজনের অশ্রুতে নদী গড়িয়েছে, বছরের পর বছর অপেক্ষার পরও ফিরে আসেনি প্রিয়জন। অপরাধ একটাই, ক্ষমতাসীন স্বৈরাচারের সঙ্গে হয়তো আপোষ না হওয়া।

বিরোধী মতকে দমন আর গুম খুনের অপরাজনীতিতে গেল ১৫ বছরের অন্যতম হাতিয়ার ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিত। শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, ধর্মীয় বক্তা, সাংবাদিক, বুদ্ধিজীবী, এমনকি সেনা কর্মকর্তাকেও বন্দী থাকতে হয়েছে বছরের পর বছর। আয়নাঘরের বিভীষিকাময় সময় কাটাতে হয়েছে আপোষ না করে নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক স্বাধীনতা চাওয়া সাধারণ মানুষকেও।

৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শেখ হাসিনার পতনের পর একের পর এক বের হতে থাকে গুমকাণ্ডের লোমহর্ষক গল্প। বিভিন্ন প্রতিবেদন বলছে, দেড় দশকে অন্তত ৮০০ মানুষকে গুম করেছে হাসিনা সরকার।

এরমধ্যে অন্তত দেড়শো জনের সন্ধান পাওয়া যায় হাসিনা প্রশাসনের আয়নাঘরের। যারা কোনো দিন ফিরবে কি ফিরবে না, সে প্রশ্নে আশা ও হতাশার মধ্যে ছিল পরিবার, স্বজন ও দেশবাসী।

সেই বিভীষিকাময় আয়নাঘরের সন্ধান ও গল্প উঠে আসার পর অন্তর্বর্তী সরকার প্রয়োজনবোধ করে গুম কমিশন গঠন করে তদন্ত করার।

রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বৈঠকে উপদেষ্টাকে জানানো হয়, শেখ হাসিনার আয়নাঘর থেকে রক্ষা পায়নি ৬ বছরের শিশুও। এমন লোমহর্ষক বেশকিছু ঘটনার বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন উপদেষ্টা।

বৈঠকে গুমের শিকার ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানান উপদেষ্টা। জানান, নির্যাতিত ব্যক্তিদের অভয় দিতে শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’

গেল দেড়দশকে ঠিক কতো মানুষকে গোপন বন্দীশালা-আয়নাঘরে কাটাতে হয়েছে তার সঠিক হিসাব মেলেনি এখনও। তবে, হাসিনার পতনের পর বেশ কয়েকজনের সন্ধান পেয়ে আশায় বুক বেধে আছেন অন্তত আরও ৬০০ থেকে ৭০০ পরিবার।

এএইচ