আজ (রোববার, ১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় নোয়াখালীর মাইজদীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। আমরা সরকারকে সমর্থন জানাই। আমরা চাই তারা যাতে সফল হয়। অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। গত ১৬ বছর এদেশের জনগণ ভোট দিতে পারেনি। জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না, আগে জাতীয় নির্বাচন চায়।’
মাহবুবের রহমান শামীম বলেন, ‘বিএনপি আন্দোলনের মাঠ তৈরি করেছিলো বলেই ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। পতিত স্বৈরাচার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছিল।’
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় এ সময় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।