লক্ষ্য তাড়া করতে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে সাজিদ খানের স্পিন ভেল্কিতে অসহায় হয়ে পড়েন প্রতিপক্ষ দলের ব্যাটাররা। একাই ৫ উইকেট শিকার করেন এই বোলিং অলরাউন্ডার।
আগের ইনিংসের ৪ উইকেটসহ মোট ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেয়েছেন স্পিনার আবরার। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।