চাঁপাইনবাবগঞ্জ ও দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফসহ ভারতীয়দের আগ্রাসনের প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ (রোববার, ১৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় কানাইখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ,যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, নাগরিক কমিটির সদস্য আব্দুলাহ আল নোমান পিয়াস, মাহাফুজ আলম সানিসহ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, ‘গত ১৭ বছর ভারত বাংলাদেশের সীমান্তের উপর অনেক মানুষ হত্যা করেছে। ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। ৫ আগস্টের পর বাংলাদেশ সীমান্তে কোনো হত্যা বা কারো চোখ রাঙ্গানি সহ্য করেনি। এবারো জুলাই আগস্টের মতো সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের আগ্রাসনকে প্রতিহত করা হবে।’