দেশে এখন
0

'চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ঘটনা তেমন কোনো বড় ঘটনা না'

রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে, সীমান্তে কোনো ছাড় দেয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ঘটে যাওয়া ঘটনা তেমন কোনো বড় ঘটনা না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ঘটনা বাড়বে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ (রোববার, ১৯ জানুয়ারি) তেজগাঁওয়ের ভূমি ভবনে সিভিল সার্ভিস কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শেষের সনদ বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার সীমান্তে অনেক বিষয়ে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার সীমান্তে কোনো ছাড় দেবে না।’

তিনি বলেন, ‘ আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ে বৈঠকের পর সীমান্তের উত্তেজনা থাকবে না।’ 

জনগণের ভোগান্তি কমাতে ও ভূমিসংক্রান্ত সেবা দিতে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

দুর্নীতিকে সবচেয়ে সমস্যা বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরে প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়। 

ইএ