তবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিং আর আঁটোসাঁটো ফিল্ডিংয়ে বেশিদূর যেতে পারেনি হিমালয় কন্যারা। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানো দলটি গুটিয়ে যায় মাত্র ৫২ রানে।
নেপালের ৫জন ব্যাটার হন রানআউটের শিকার। বল হাতে মাত্র ১১ রানে ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও।
স্কোরবোর্ডে ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে সাদিয়া ইসলামের ১৬ আর অধিনায়ক সুমাইয়ার ১২ রানে, ছোট লক্ষ্যমাত্রা সহজে পাড়ি দেয় টাইগ্রেস কন্যারা।