খেলা চলাকালীন প্রথম সেটে চলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ট প্রথম সেটে টাইব্রেকারে হারে সাবেক বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা। পরে পেটের চোট এতটাই গুরুতর হয় শেষ পর্যন্ত আর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন জাপানের এই টেনিস তারকা।
৭-৬ সেটে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন সুইচ টেনিস খেলোয়াড় বেলিন্ডা। এদিকে পুরুষ এককে তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাসকে ৬-১,৬-৪,৬-৪ সেটে হারিয়েছেন নোভাক জকোভিচ।
অন্য ম্যাচে নুনো বার্জকে ৬-২,৬-৪,৬-৭,৬-২ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেন কার্লোস অ্যালকারাজ। দিনের অন্যকোর্টে জ্যাকব ফার্নলির বিপক্ষে ৬-৩,৬-৪,৬-৪ সেটে জিতেছেন অ্যালেক্সজান্ডার জেভেরভ।