ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বেকারত্বের বছর ২০২৪

বিদেশে এখন
0

২০২৪ সালে সারাবিশ্বে ঐতিহাসিকভাবে মাত্র ৫ শতাংশ ছিল বেকারত্ব হার। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

জেনেভা ভিত্তিক সংস্থাটি জানায়, ২০২৫ সালেও অব্যাহত থাকবে বেকারত্ব হার কমার এই গতি। কিন্তু এই সময়টায় কর্মসংস্থান সৃষ্টিও হবে কম।

২০২৬ সালে এ বেকারত্বের হার কমে দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশে। কিন্তু অনেক দেশই বেকারত্ব হার কমার এ সুফল ভোগ করতে পারছে না।

তরুণ বেকারত্বের হার এখনও সাড়ে ১২ শতাংশের বেশি। ইউরোপে বেকারত্ব কমলেও আফ্রিকায় বেকারত্ব ৩০ শতাংশের বেশি ছিল।

ইএ