রাজনীতি
0

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা: জড়িতদের বিচারের দাবি ঢাবি ছাত্রদল সভাপতির

সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। একই সঙ্গে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর পুলিশি হামলাকে ফ্যাসিবাদী আমলের পুলিশ বলে মন্তব্য করেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) বিকেলে টিএসসিতে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, আদিবাসী ছাত্র জনতার যৌক্তিক বিক্ষোভে যারা হামলা করেছেন তারা আওয়ামী লীগের দোসর। একই সঙ্গে ক্যাম্পাস এরিয়াতে কীভাবে ছাত্রদের ওপর পুলিশ হামলা করলো এ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জবাবদিহি করতে হবে।’

এর আগে আজ বিকেল ৫টায় টিএসসি থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার (১৫, জানুয়ারি) পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠন হামলার চালায়। এতে বেশ কয়েকজন আদিবাসী ছাত্র জনতা আহত হন।

এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে টিএসসিতে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

এএম