চুক্তির মাধ্যমে সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে: সারজিস আলম

0

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সীমান্তে আর কোন লাশ দেখতে চাই না। চুক্তির মাধ্যমে সকল মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে।

আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) কুড়িগ্রামে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘মার্চ ফর ফেলানী’ অনুষ্ঠানের শুরুতে এমন মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, ফেলানিসহ সীমান্তের সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের।

‘মার্চ ফর ফেলানী’ মাধ্যমে পাঁচটি দাবি উত্থাপন করা হয়। কুড়িগ্রাম কলেজ মোড় এলাকার স্বাধীনতা বিজয়স্তম্ভ থেকে লংমার্চটি শুরু হয়। এখান থেকে ফেলানির বাড়ি নাগেশ্বরী উপজেলায় গিয়ে শেষ হবার কথা রয়েছে।

পথিমধ্যে তিনটি পথসভা এবং একটি জনসভায় বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

ইএ