অপরাধ ও আদালত
0

পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধ, ছুরিকাঘাতে ইউপি সদস্যের মৃত্যু

নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান(৪০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিতপুর ইউনিয়নের বালাশহিদ মৌজার দক্ষিণে রনশদা এলাকায় জমি নিয়ে মাইদুর রহমানের সাথে গোপিনাতপুর গ্রামে মৃত জিল্লুর রহমানের ছেলে আব্দুর রহিম(৫৭), রহিমের ছেলে ইসমাইল(৩০) ও বারকুল্লার (২৫) সাথে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার দুপুরে মাইদুর রহমানসহ প্রতিপক্ষরাসহ ওই জমি বিবাদমান জমি মাপযোগ করছিলেন। এসময় রহিম ও তার ছেলের সাথে কথাকাটাকটির এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়।

এ সময় অন্যরা সাথে সাথে তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় নিহতের ভাই হামিদুল (৩৫) মারপিটে আহত হয়েছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, 'জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ বিবাদমান জমি মাপজোকের এক পর্যায়ে মাইদুর রহমানকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। এতে মারা যান মাইদুর রহমান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। আসামীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'

এসএস