আজ (রোববার, ১২ জানুয়ারি) দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে পাঁচ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
এর আগে গত ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। সেসময় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, রাজনৈতিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় নিজ ও পরিবারের ছয় সদস্যের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেন।
সবগুলো প্লটই পূর্বাচল ২৭ সেক্টরের কূটনৈতিক জোনে অবস্থিত।