অপরাধ ও আদালত
0

পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লটের ৬০ কাঠা জমি বেআইনিভাবে নিজের ও পরিবারের নামে করিয়ে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (রোববার, ১২ জানুয়ারি) দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে পাঁচ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। সেসময় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, রাজনৈতিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় নিজ ও পরিবারের ছয় সদস্যের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেন।

সবগুলো প্লটই পূর্বাচল ২৭ সেক্টরের কূটনৈতিক জোনে অবস্থিত।

এসএস