তিনি বলেন, ‘এয়ারপোর্ট ছাড়াও বিভিন্ন মিশনগুলোতেও হয়রানির শিকার হন প্রবাসীরা। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
প্রবাসীদের বেতন কম হওয়ার পেছনে দেশের অভ্যন্তরীণ সিস্টেমকে দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা। এসময় সিস্টেম পরিবর্তনের কথাও জানান তিনি।
দেশের ব্র্যান্ডিং বৃদ্ধি ও আন্তর্জাতিক বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন দেশের স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া খুব দ্রুত একটি নির্বাচনী রোড ম্যাপ আসবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী রোডম্যাপের পর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে একই সাথে বিনিয়োগও বাড়বে।