এয়ারপোর্টে প্রবাসীকে হয়রানির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ

0

সম্প্রতি এয়ারপোর্টে এক প্রবাসীকে হয়রানির বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। আজ (শনিবার, ১১ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এয়ারপোর্ট ছাড়াও বিভিন্ন মিশনগুলোতেও হয়রানির শিকার হন প্রবাসীরা। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

প্রবাসীদের বেতন কম হওয়ার পেছনে দেশের অভ্যন্তরীণ সিস্টেমকে দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা। এসময় সিস্টেম পরিবর্তনের কথাও জানান তিনি।

দেশের ব্র্যান্ডিং বৃদ্ধি ও আন্তর্জাতিক বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন দেশের স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া খুব দ্রুত একটি নির্বাচনী রোড ম্যাপ আসবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী রোডম্যাপের পর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে একই সাথে বিনিয়োগও বাড়বে।

সেজু