আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আল ফয়সাল নূর সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামে অবস্থিত জেবিএম ব্রিকস, আদর্শ গ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া হয়েছে। এলজিইডি এর সহায়তায় এস্কেভেটর দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়। একইসাথে ভাটা তিনটি বন্ধ করে দেয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, 'হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙামাটি পার্বত্য জেলার পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সকল উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।'