ক্রিকেট
এখন মাঠে
0

আমি চেষ্টা করছি কাম ব্যাক করার: সাব্বির রহমান

পারিবারিক সমস্যা থাকায় অনুশীলনে আসা হয়নি। নামটা সাব্বির রহমান বলেই হয়তো এতো মাতামাতি। নিজে ভালো হতে চাইলেও আশেপাশের মানুষ তাকে ভালো হতে দেয় না, দাবি সাব্বিরের। তিনি বলছেন, ‘আমি চেষ্টা করছি কাম ব্যাক করার।’

বিপিএলে ৮২ রানের ইনিংসের পর সংবাদ সম্মেলনেও সাব্বির যেন হাঁকালেন একের পর এক ছক্কা। সাথে জাতীয় দলে ফেরার স্বপ্নটা যে এখনো দেখছেন, সেই বার্তাও নিজ ভক্তদের দিয়েছেন এই ক্রিকেটার।

ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান বলেন, 'কোচকে বলেছিলাম আমার পারিবারিক ইস্যু ছিল সেটা হয়তো তিনি বুঝতে পারেননি। কিন্তু আমার কাছে মনে হয়েছে অভ্যন্তরীণ কথাগুলো প্রেসের সামনে না বলাই ভালো।'

তিনি বলেন, 'যেহেতু সাব্বির রহমান কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। কিন্তু আশেপাশের কিছু লোক হয়তোবা ভালো হতে দিচ্ছে না। পুশ করছে আমাকে। তবে এটা নিয়ে আমি এত বেশি চিন্তিত না।'

তিনি আরও বলেন, 'আমি রাজশাহীতে নিজ খরচে নিয়মিত প্র্যাকটিস করি। আমি চেষ্টা করছি কাম ব্যাক করার। বিপিএলে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, ভালো খেলার চেষ্টা করবো।'

এএম