ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১০ বছর পর বর্ডার গাভাস্কার সিরিজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হয়েছে অজিদের।

যে কারণে এই সিরিজে দলের অধিনায়ক প্যাট কামিন্সসহ বিশ্রামে থাকবেন জোশ হেজেলউড, অলরাউন্ডার মিচেল মার্শের মতো একাধিক তারকা ক্রিকেটার। সবশেষ ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের নেতৃত্বে ছিলেন প্যাট কামিন্স। কামিন্সের পরিবর্তে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে দলে সাত স্পিনারকে রেখেছে টিম অস্ট্রেলিয়া। নাথান লিয়নের সঙ্গে স্পিন বিকল্প হিসেবে আছে আনক্যাপড কুপার কনলি।

এছাড়া ম্যাট কুনম্যান ও টড মার্ফির সঙ্গে পার্টটাইম স্পিনার হিসেবে থাকছেন ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান ও ন্যাথন ম্যাকসুইনি।

এসএস