তাপমাত্রা হিমাঙ্কের নিচে, তাও একটু আধটু নয়! মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস! এমন কনকনে ঠাণ্ডা রাতও রুখতে পারেনি। পরিবার-স্বজন, কোলের সন্তানকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে বাদ্যের ঝঙ্কারে মেতে উঠেছেন এলাকাবাসী। শীতকে দিয়েছেন উৎসবের নতুন রূপ।
এমন শীতে এতো মানুষের সঙ্গে খোলা ময়দানে এভাবে নাচার কোনো তুলনা নেই। তরুণদের এই ভিড়ে দারুণ অনুভূতি হলো। নাচ শেষে ঘুরে দাঁড়াতেই আতশবাজি আমাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গিয়েছিল মুহূর্তের জন্য।
চীনের অন্যতম শীতল এলাকা স্নো টাউন। হেইলংজিয়াং প্রদেশের প্রাদেশিক রাজধানী হারবিন বরফ উৎসবের জন্য সারা বিশ্বে সুপরিচিত নগরী। এই হারবিনেরই একটি ছোট্ট গ্রাম স্নো টাউন, যেখানে কনকনে শীতের মধ্যে মঙ্গলবার রাতে খোলা আকাশের নিচে 'স্নো ডিস্কো'র আয়োজন করেছিল গ্রামবাসী।
হারবিনের মানুষ যে কতটা উষ্ণ আর বন্ধুত্বপূর্ণ, সেটিই আমি আর আমার স্ত্রী বলাবলি করছিলাম। আবহাওয়া শীতল হলেও তাদের হৃদয় উষ্ণ। এতো মজা করেছি। আর আমার মেয়ের নাচ তো শেষই হচ্ছিল না।
চীনের স্নো টাউনের দারুণ খ্যাতি রয়েছে পুরু তুষার আর মনোরম শ্বেতশুভ্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তাই তো হাড়কাঁপানো শীতেও দূরদূরান্তের দর্শনার্থী আর পর্যটকদের পছন্দের গন্তব্য এ গ্রাম।
যেমনটা ভেবেছিলাম, স্নো টাউনে ঠিক তেমনই শীত। কিন্তু বরফ জমা অনুভূতি হয়নি। হাঁটলে, ঘুরে বেড়ালে বরং আরও ভালো লাগে। একটু আগে হেঁটে পাহাড়ে উঠেছি এবং সেখান থেকে পুরো স্নো টাউনের সৌন্দর্য দু-চোখ ভরে দেখেছি।
সুরের মূর্ছনায় হাজারও মানুষ নেচে-গেয়ে আনন্দ উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছিল রঙবেরঙের আলোয় রাঙা বর্ণালি রাত। তবে অনুষ্ঠানজুড়ে ঐতিহ্যবাহী ড্রাগন নাচের রঙিন আয়োজন মুগ্ধ করে দর্শনার্থীদের। রঙের তুলির শেষ আঁচড় হিসেবে আয়োজন শেষ হয় দুর্দান্ত আতশবাজি দিয়ে।