ঝড় সান্দ্রার তাণ্ডবে যুক্তরাজ্য লণ্ডভণ্ড

ঝড়ে ভেঙে পড়েছে গাছ, সড়ক বন্ধ ও যানজট সৃষ্টি
ঝড়ে ভেঙে পড়েছে গাছ, সড়ক বন্ধ ও যানজট সৃষ্টি | ছবি: সংগৃহীত
0

প্রবল ঝড় সান্দ্রার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। তুষারপাত, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফেরি–ফ্লাইট বাতিল, সড়ক বন্ধ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকা। স্কটল্যান্ডসহ বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে সতর্কতা। বন্যা ও দুর্ভোগ বাড়ছে।

প্রবল শক্তিশালী ঝড় সান্দ্রার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুক্তরাজ্য। ফেরি ও ফ্লাইট বাতিল, সড়ক বন্ধ, গাছ উপড়ে পড়ে ঘটেছে দুর্ঘটনা। তুষারপাত ও বরফ জমায় যানচলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। তুষারপাত, প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে দক্ষিণ ও মধ্য স্কটল্যান্ডে একাধিক হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর ফলে ফেরি ও ফ্লাইট বাতিল হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

এই মাসে যুক্তরাজ্যে আঘাত হানা তৃতীয় বড় ঝড় এটি, আগের দুটি ঝড়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উচ্চভূমিতে কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে বলে জানানো হয়েছে।

ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের কয়েকটি এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হাজারো বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাজধানী লন্ডনে বড় ধরনের প্রভাব না পড়লেও সারাদিন আকাশ মেঘলা ছিল, সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি ও তীব্র ঠান্ডায় জনদুর্ভোগ চরমে ওঠে।

আরও পড়ুন:

ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন অংশে বাতাস, বৃষ্টি ও তুষারের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। পশ্চিম নর্দার্ন আয়ারল্যান্ড, বেলফাস্টসহ, জারি আছে অ্যাম্বার সতর্কতা।

মেট অফিস জানিয়েছে, স্টর্ম ইনগ্রিডের পর আবারও ভারী বৃষ্টি হওয়ায় বন্যার ঝুঁকি বেড়েছে। ডেভন ও সামারসেটে বন্যার পানিতে আটকে পড়া ২৫টি যান থেকে মানুষকে উদ্ধার করা হয়েছে।

এএম