কনকনে ঠাণ্ডায় উৎসবের হাতছানি। তুষারপাতের রাতকে আলোতে রাঙিয়ে সুরের তালে নেচে-গেয়ে চলছে আনন্দ উদযাপন। শীতের ভারি পোশাকেই সই, 'স্নো ডিস্কো' থেকে বিরত থাকতে নারাজ চীনারা।