মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

আকাশ প্রতিরক্ষায় ইরান সেনাবাহিনীর নতুন অস্ত্রের মহড়া

আকাশ প্রতিরক্ষায় নতুন অস্ত্রের মহড়া চালালো ইরানের সেনাবাহিনী। দক্ষিণের ইস্পাহান প্রদেশে মঙ্গলবারের মহড়ায় প্রদর্শিত হয় অস্ত্রভাণ্ডারে মজুত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও রাডার।

ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসি'র প্রধান হোসেন সালামি জানান, যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ পরিবেশে অস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা জরুরি ছিল বলে এ মহড়া চালানো হয়।

আগামী ১০ জানুয়ারি তেহরানে এক লাখের বেশি সেনাসদস্যের রণকৌশল, ১১ জানুয়ারি হরমুজ প্রণালীতে ৩শ' সাঁজোয়া নৌযানের ট্রাফিক নিয়ন্ত্রণ সক্ষমতা, ১৮ থেকে ২৩ জানুয়ারি পারস্য উপসাগরে অনুষ্ঠেয় অনুশীলন এবং ২৭ জানুয়ারি সমুদ্রপথে আইআরজিসি'র এযাবৎকালের সবচেয়ে বড় নেভাল প্যারেডসহ কয়েক ধাপের মহড়ায় হবে ইরানের সামরিক সক্ষমতার আসল প্রদর্শনী।

গেলো অক্টোবরেই ইরানের ভেতরে হামলা চালিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষায় আঘাত হানার দাবি করে ইসরাইল।

এএইচ