বিদেশে এখন
0

অস্ট্রেলিয়ায় ছোট বিমান বিধ্বস্তে দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩

অস্ট্রেলিয়ার পার্থ শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটক ও এক পাইলটসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকদের একজন সুইস ও আরেকজন ডেনিশ নাগরিক।

বিমানটিতে ৭ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনপ্রিয় পর্যটন স্পট রটনেস্ট দ্বীপের কাছে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি অবতরণের সময় সাগরে পড়ে যায়।

এরই মধ্যে সাগর থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ধ্বংসাবশেষ।

এএইচ