প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতি কারণে অনেক মার্কিন কোম্পানি তাদের সরবরাহ শৃঙ্খল পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে। এমন প্রেক্ষাপটে প্যানাসনিক এনার্জি অব নর্থ আমেরিকা এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ট্রানজিশন টিম বিশ্বব্যাপী ব্যাটারি উপকরণের ওপর শুল্ক আরোপের সুপারিশ করেছে।
প্যানাসনিক এনার্জি, যা টেসলার পাশাপাশি অন্যান্য বিদুৎচ্চালিত গাড়ি নির্মাতাদের ব্যাটারি সরবরাহ করে আসছে। এটি মূলত জাপানি ইলেকট্রনিক্স জায়ান্ট প্যানাসনিকের একটি ইউনিট। প্যানাসনিক এনার্জির যুক্তরাষ্ট্রের জন্য বেশিরভাগ ব্যাটারি নিয়ে আসে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে, যার মধ্যে চীন ও কানাডার রয়েছে।
সম্প্রতি লাস ভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক্স শোতে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যালান সোয়ান বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে কোম্পানিগুলোর প্রথম কাজ হলো চীন থেকে নিজেদের সরবরাহ চেইনকে পরিবর্তন করা।
বর্তমানে প্যানাসনিক এনার্জি যুক্তরাষ্ট্রের নেভাদায় একটি ব্যাটারি কারখানা পরিচালনা করছে এবং চলতি বছর কানসাসেও আরো একটি ব্যাটারি কারখানা চালু করবে বলে জানিয়েছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য নীতির অধীনে প্রত্যাশিত শুল্কের প্রতিক্রিয়া হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।