টুর্নামেন্টে তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। অন্যদিকে, এক ম্যাচ খেলা সিলেট এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। তাই ঘরের মাঠে শক্তিশালী রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চাইবে আরিফুল হকের দল।
এদিকে দিনের অন্য ম্যাচে আরেক হেভিওয়েট ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে তামিমদের জয় একটি।
পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার। অন্যদিকে, তিন ম্যাচে এক জয় ও দুই পরাজয় নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে তাসকিনের রাজশাহী দল।