সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে বাজারগুলোতে ভিড় থাকে ক্রেতারা। সেই তুলনায় ক্রেতা সমাগম কিছুটা কম ছিল আজ শুক্রবার।
এর মাঝেও বাড়ছে মুরগির দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের।
মুরগির দাম বাড়লেও কমেছে ফার্মের ডিমের দর। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর একসঙ্গে একশ নিলে তা পাওয়া যাচ্ছে আরো কিছুটা কমে।
এদিকে, প্রায় সব মাছই পাওয়া যাচ্ছে আগের সপ্তাহের তুলনায় কম দামে। রুই, পাঙাস, কাতলা, নলা, তেলাপিয়া কেজিতে কমেছে ৫০ থেকে ৮০ টাকা। এমনকি কোথাও কোথাও নির্ধারিত মূল্যের চেয়েও কমে বিক্রি হচ্ছে মাছ। তবে, আগের তুলনায় দাম কমলেও বাজারে ক্রেতা কম থাকায় হতাশ বিক্রেতারা।
অন্যদিকে, প্রায় সব শীতকালীন সবজিরই দাম কমেছে। শিম বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এছাড়া আলু, পেঁয়াজও আগের থেকে কমে পাওয়া যাচ্ছে। এসব নিত্যপণ্যের দাম কমলেও সাধারণ ক্রেতাদের দাবি, এখনও এসব পণ্যের দাম নাগালের বাইরে।
একইসাথে বাজার নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখার দাবি করেন ক্রেতারা।