দেশে এখন
0

দেশ ও জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এসময় সেখানে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, বিশপ বেজয় নাইসেফরাস ডি’ক্রুজ, বিভিন্ন বিদেশী মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টজন ও ধর্মীয় নেতারা।

বড়দিন উপলক্ষে কেক কাটা, ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি । এসময় তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ।

এএইচ