আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম রুমে শুভ বড়দিন উপলক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাকিমপুর উপজেলা ও পৌরসভার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ মাস পূর্ণ হতে যাচ্ছে কাজেই এই সময়ের মধ্যে তাদের স্পষ্ট করা উচিত কবে নাগাদ নির্বাচন হতে পারে দেশবাসী সেটা জানতে চায়। জনগণই নির্ধারণ করবে তাদের প্রতিনিধি হয়ে আগামীতে কে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। ফলে দ্রুত সময়ে রোডম্যাপ স্পষ্টভাবে জাতির সামনে অন্তর্বতীকালীন সরকারের উপস্থাপন করা দরকার।'
তিনি বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল বিগত স্বৈরাচারী সরকার, আস্তে আস্তে সেই প্রতিবন্ধকতা দূর হচ্ছে দ্রুত তিনি দেশে ফিরবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন।'
মতবিনিময় শেষে সীমান্তবর্তী উপজেলার ১৬টি গির্জায় আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল,উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল,হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ জুয়েল হোসেন, বোয়ালদাড়ের বিএনপি নেতা নুরইসলামসহ আরও অনেকে।