ব্যাংকপাড়া
অর্থনীতি
0

ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মওলার পদত্যাগ

ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মনিরুল মওলা পদত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ঋণ জালিয়াতির অভিযোগে তাকে অব্যাহতির বিষয়ে জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

ব্যাংকটির পর্ষদে এস আলমের আধিপত্য থাকায় ২০২১ সালের ১ জানুয়ারি নিয়োগ পান মনিরুল মওলা। সম্প্রতি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আছে।

গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়–১ এ বাদী হয়ে মামলা করেন সংস্থাটির উপপরিচালক ইয়াছিন আরাফাত। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।

এ মামলার আসামিরা হলেন— ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান তানভীর আহমদ, সাবেক পরিচালক মো. ফসিউল আলম, কাজী শহীদুল আলম, মো. সিরাজুল করিম, জামাল মোস্তফা চৌধুরী, মো. জয়নাল আবেদীন, খুরশীদ উল আলম, সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সালেহ জহুর ও মোহাম্মদ সোলায়মান, পরিচালক মো. কামরুল হাসান ও সাবেক নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ।

এএইচ