অপরাধ ও আদালত
0

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ৬ কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে দুদকের মামলা

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনসহ অর্থপাচারের অভিযোগে মামলা করেছে দুদক।

আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) বিকেলে দুদকের মহাপরিচালক আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। একইসঙ্গে কামরুল ইসলামের স্ত্রী, ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরির বিরুদ্ধে ২ হাজার ২ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

হেনরির স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ১৫ কোটি ৫১ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া বরগুনার সাবেক এমপি শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে ৩৭ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

এএইচ