পরিবেশ ও জলবায়ু
0

এবার শীতের তীব্রতা বেশি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

গতবারের তুলনায় এবার শীতের তীব্রতা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পুরোপুরি শীত জেঁকে বসবে। আজ (রোববার, ২২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘চলতি মাসে ঢাকায় ভারী শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। ২৪ তারিখে পর থেকে ঢাকায় রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তবে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। একইসাথে কোনো কোনো জেলায় এর তীব্রতা বাড়তে থাকবে।’

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘সাগরে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে তবে সংকেত নামিয়ে ফেলা হয়েছে।’

এদিন সকাল ৯ টা পর্যন্ত রংপুর বিভাগের তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের কয়রা উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার আর সাতক্ষীরায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।

এএইচ