দেশে এখন
0

‘বাংলাদেশে মেধা পাচারের সংস্কৃতিতে পরিবর্তন শুরু হয়েছে’

বাংলাদেশে মেধা পাচারের যে সংস্কৃতিতে পরিবর্তন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ (রোববার, ২২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত এক উচ্চশিক্ষা সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে মেধা পাচারের যে সংস্কৃতি ছিলো বর্তমানে সেটির পরিবর্তন শুরু হয়েছে। বর্তমানে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে মেধাবীরা বাংলাদেশে ফিরতে শুরু করেছে।’

তিনি বলেন, ‘গত এক দশকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রচণ্ড অনিয়ম হয়েছে এবং শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানবসম্পদেরও বিরাট অপচয় হচ্ছে।’

এছাড়াও শিক্ষাঙ্গনে মেধার চরম অবমূল্যায়ন ও মেধার স্বীকৃতি দিতে অনাগ্রহকে অন্যতম সমস্যা হিসেবেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কিন্তু সেখানে মানসম্মত শিক্ষক নেই বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বিষয়েও সমালোচনা করেন তিনি।

এএইচ