বিদেশে এখন
0

সাইক্লোন চিদোর আঘাতে মোজাম্বিকে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে

সাইক্লোন চিদোর আঘাতে মোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাবো দেলগাদো প্রদেশ।

রোববার ২৬০ কিলোমিটার গতিবেগে সাইক্লোনটি আঘাত হানে পূর্ব আফ্রিকার দেশটিতে। এতে ধ্বংস হয়েছে প্রায় ৪০ হাজার স্থাপনা।

মোজাম্বিক অতিক্রমের পর চিদো ধ্বংসযজ্ঞ চালায় প্রতিবেশী মালাউইতে। দেশটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩ জন।

এর আগে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ মায়োটে চিদোর তাণ্ডবে প্রাণ হারিয়েছেন আরো ৩১ জন।

পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ক্ষতিগ্রস্ত দ্বীপটি রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সাইক্লোন বিপর্যস্ত জনগণের জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস ফরাসি প্রেসিডেন্টের।

ইএ