পাহাড়ি এলাকায় তামাক চাষের ফলে খাদ্য উৎপাদন ব্যাঘাত ঘটছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘হালদা নদীর পাড়ে তামাক চাষ মোটেও উচিত নয়।’
মেলাটির আয়োজক মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট ও বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগ। উপস্থিত বক্তারা বাংলাদেশের আদিবাসীদের জীবন-কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্যবাহী বাহারি স্বাদের খাবার এবং জুম পাহাড়ে শস্য সমতল মানুষের সঙ্গে পরিচয়সহ নানাবিধ বিষয়ে গুরুত্বারোপ করেন। মেলায় বিশেষ আকর্ষণ ব্যাম্বু চিকেন ও মুন্ডি স্পেশাল। এর সঙ্গে বিভিন্ন প্রকারের বারবিকিউসহ নানাবিধ পিঠার সমাহার রয়েছে এ মেলায়।
আদিবাসীদের পছন্দের ব্যান্ড এফ মাইনর এবং নৃত্যশিল্পীদের অংশগ্রহণে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। ২ দিনের এ মেলা সকাল ১০টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।