অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা হয়েছে। গতকাল (শুক্রবার) রাত প্রায় সাড়ে এগারোটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় বাড়িটির পাশে ‘শস্য প্রবর্তনা’ নামে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে পৌঁছে পেট্রোল বোমা উদ্ধার করেন সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট।
প্রতিষ্ঠানটি মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও চিন্তক ফরহাদ মজহারের মালিকানাধীন বলে জানা গেছে।